Thursday 14 April 2022

অস্তে উদয় - শেখর পাল

অস্তে উদয়
 শেখর পাল
হঠাৎ নীল আকাশটা
ঘোলাটে হয়ে এলো
দক্ষিণের মুক্ত বাতাসটা
থমকে দাঁড়ালো|
মাটি ফুঁড়ে বেরিয়ে এলো
একটা অগ্নিপিণ্ড
ক্ষনিকে পুড়ে ছাই
হলো ভূখন্ড|
হন্নি হয়ে ছুটে চলল
আকাশের দিকে বহ্নিশিখা|
তারপর অসহ্য যন্ত্রণার
নাগপাশে জড়িয়ে পড়ল জীবজগৎ|
প্রকৃতি হারালো নিয়ন্ত্রণ
প্রজন্ম নিয়ে এলো
ল্যাংড়া খোঁড়া বোবা শিশুর কান্না|
বিংশ শতাব্দীর দরজাটা
বন্ধ হল বিজ্ঞানের আলোয়|
ঝলসে গেল পৃথিবীটা
উদয় অস্ত গেল মানব সভ্যতা|

No comments:

Post a Comment