Saturday 17 March 2018

বিবর্তন

     ক্লান্ত পথিক


সৃষ্টিছাড়ার সৃষ্টি
ছন্নছাড়া জীবনে ছন্দ আনে
ঠায় থেকে দ্রুতলয়ে
                    ধাপে ধাপে ৷
যুক্তির বৃত্তে সবাই থাকলেও
বৃত্তের বাইরে বিতর্ক,
সংঘর্ষের সমাধানে
                    কেবলই লয় ৷
পুনরাবৃত্তির ঐতিহ্যে
ফিরে দেখা পুরাতনকে,
কূলহীন নোনাজলে
ডুব দেবার মিথ্যা চেষ্টা ৷

দুঃসময়

     বিষ্ণুপদ ভূঞাঁ


মানবিকতার কাচ রক্তে রাঙা
বর্বরতা শান দেয় ছুরিতে
মনুষ্যত্ব রুদ্ধশ্বাসে ধাবিত
মিথ্যার বেড়াজালে সত্যের ছটপটানি
'সততাই একমাত্র মূলধন'
নিছক সাইনবোর্ডটি তিরস্কৃত
তবু আঁকড়ে ধরে
হাড় জির্‌জিরে দেওয়ালটিকে
চটকদারির রং ফিকে
মুখের দৌড়ে চটে না
'চকচক করলেই সোনা নয়'
হাত ধরে চলে শঠতা, ভণ্ডামি
তাই ভালোবাসা আশাহত
অপেক্ষায় সময় ভারাক্রান্ত
দিনের পরে রাত
রাতের পরে দিন
আহত, ক্ষতবিক্ষত
এগিয়ে চলে সময় সারণী
আষ্টেপৃষ্টে বাঁধা ধোঁয়ার কুণ্ডলী
পৃথিবীর রক্ত হয় নীল ৷ 

Thursday 8 March 2018

ঠিকানা

  বুদ্ধদেব দাস


মুশকিল কি, তোমার ঠিকানা খুঁজে পাওয়া
নীল আকাশের তলে---
ধুলো মাখা পৃথিবীর বুকে ৷
হেঁটে চলেছি আমি
চলেছি হেঁটে তোমার খোঁজে ৷
কোথা আছো,
আছো কোথা ?
গন্ধ ভরা ফুলের বুকে, নাকি
সবুজ গাছে পাখির নীড়ে ?
হারিয়ে গেছি আমি
মৌ-ফুলেদের ভীড়ে ৷
  

ভাবনা

 ক্লান্ত পথিক


ফেলে আসা যুদ্ধের বিচার বিশ্লেষণ করতে করতে ভাবনা আজ ক্লান্ত ৷ তাই আগামীর রূপ কল্পনায় নিজেকে ডুবিয়েছে নিজের মধ্যে ৷ গড়া আর ভাঙ্গার রূপ ভাবনা আজ অধরা থেকে যায় ৷ যখন সে দেখে ছড়িয়ে রাখা অজস্র রূপের মধ্যে সে একজন ৷
       অনাবিল আনন্দে সে ঘুরে দেখে আর ভাবনা থেকে ভাবনা বেরিয়ে এসে বলে আমি নব যৌবনের দূত ৷

Wednesday 7 March 2018

অসহায় বাস্তব

ক্লান্ত পথিক


প্রায় একযুগ পর ফিরে এলো হারিয়ে যাওয়া মুখগুলো ৷
ঘিরে ঘিরে বলে আবার দেখা হবে ৷চেনা পথে চলতে অভ্যস্ত হবার পর কবে আবার পথ ভুলে পৌঁছে যাব হারিয়ে যাওয়া ফেলে আসা অতীতে ৷
নতুন ভাবনার উদ্দীপনাগুলো যেখানে আজও বাসা বেঁধে আছে নতুনদের জন্য ৷ পরিবর্তনের ডামাডোলে আজও তেমনিভাবে আছে সৃষ্টির ভাবনাগুলো ৷ তবু কেন বারে বারে মনে হয় হারিয়ে গেলাম, হারিয়ে যাব.....
সান্ত্বনার প্রতিশব্দ শুধুই --- ভবিষ্যত্‌ ৷

শুরু

ক্লান্ত পথিক


এসো আমরা নতুন করে শুরু করি
সোজা ভাবে দাঁড়িয়ে নয়,---
বরং পৃথিবীটাকে উল্টে নিয়ে ৷
নিউটনের গতিসূত্রে
বিপরীত প্রতিক্রিয়া যদি
সত্যি হয়, তবে---
'যাহা বলিব তাহা মিথ্যা'
কষ্টি  পাথরে এমনটাই প্রতিধ্বনি হোক ৷

Saturday 24 February 2018

 বেইমান

মানিক দেবনাথ 

               গুপ্তিপাড়া, হুগলি 


ঘাম বেয়ে ঝরে পড়া ঠিকানায়
নীলচে আকাশ পায়
টুকরো টুকরো ভালোবাসা ৷
তেজপাতার গন্ধে,
আর একবার মিলিয়ে নেই ওকে ৷

সিঁড়ির নীচে পড়ে থাকা প্রেমপত্র,
ফুলসজ্জা লেপের ভেতর ৷

রাত তিনটে,
এখনো ফেরোনি তুমি ৷

তবুও গভীর রাতে কাতুকুতু দেয়,
অন্তরঙ্গ হাসিটা ৷






Thursday 22 February 2018

বিবেক পত্রিকা 

সম্পাদকীয়

জিন্দাবাদ, মূর্দাবাদ, মতবাদ, অপবাদ সবকে বাদাবনে ঘুম পাড়িয়ে দিয়ে আসুন এক নতুন 'কবিবাদ' প্রচার করি ৷ জানি এরজন্য অনেক অপমান আসবে --(অপবাদ) ৷ অনেক মতামত আসবে -- (মতবাদ) ৷ অনেক সমর্থন আসবে -- (জিন্দাবাদ) ৷ অনেক বিরোধিতা আসবে -- (মূর্দাবাদ) ৷ তবুও আসুন না একে অপরের হাত ধরাধরি করে নবীন-প্রবীন, প্রবীন-নবীন একাকার, এককাট্টা হয়ে যাই ৷ অন্য কোনো বাদকে ঘাড়ে না চাপিয়ে আসুন সবাই নতুন ভাবধারার কবিবাদের প্রচার করি ৷
                                          সঞ্জয় দাস
                                    সম্পাদক, 'বিবেক'
প্রচ্ছদ :- শিহরেন্দু ভূঞা

Saturday 17 February 2018

মূলধন

সঞ্জয় দাস

সেদিন বাস থেকে স্ট্যাণ্ডে নেমে দেখি লোডশেডিং ৷ কিছু কিছু দোকানে অল্প আলো জ্বলছে ৷ বাড়ি আসার ব্যস্ততায় পথে পা বাড়ালাম ৷ কমলিকা আমার স্ত্রী, ডান হাতটা চেপে ধরল ৷
বাসস্ট্যান্ড পেরোনোর আগেই 'বিদ্যুত্' স্বমহিমায় ফিরে এল ৷ স্ট্যান্ডের একটা দোকানের হোর্ডিংয়ে চোখ পড়ল৷ দেখলাম তাতে বিজ্ঞাপনের নিচের দিকে লেখা আছে,  "সততাই আমাদের একমাত্র মূলধন" ৷


Tuesday 13 February 2018

স্বাদ

সঞ্জয় দাস


বিখ্যাত হওয়ার সুযোগ পাইনি
চলে গেছি বিদ্রোহের পাহাড়ে
আত্মহত্যার নেশায় ৷
যদি পাই ওই গভীর খাদে
স্বাধীনতার স্বাদ ৷

Saturday 10 February 2018

দাবি নিয়ে
সঞ্জয় দাস

জানি ওখানে দূর্গন্ধ ছড়ায়
আবর্জনার স্তুপ ৷
তবুও আবেগঘন চোখ দেখে
সারি সারি ঝুপড়ি
অনেক কিছুর
দাবি নিয়ে ৷

Thursday 8 February 2018

চেনা পথে চলতে গিয়ে বারবার হোঁচট খেতে হচ্ছে ৷ জীবন চলছেনা আর চেনাপথে ৷ আর নয় এবার অন্য কিছু, অন্যরকমভাবে পথচলা শুরু ৷