Saturday 24 February 2018

 বেইমান

মানিক দেবনাথ 

               গুপ্তিপাড়া, হুগলি 


ঘাম বেয়ে ঝরে পড়া ঠিকানায়
নীলচে আকাশ পায়
টুকরো টুকরো ভালোবাসা ৷
তেজপাতার গন্ধে,
আর একবার মিলিয়ে নেই ওকে ৷

সিঁড়ির নীচে পড়ে থাকা প্রেমপত্র,
ফুলসজ্জা লেপের ভেতর ৷

রাত তিনটে,
এখনো ফেরোনি তুমি ৷

তবুও গভীর রাতে কাতুকুতু দেয়,
অন্তরঙ্গ হাসিটা ৷






Thursday 22 February 2018

বিবেক পত্রিকা 

সম্পাদকীয়

জিন্দাবাদ, মূর্দাবাদ, মতবাদ, অপবাদ সবকে বাদাবনে ঘুম পাড়িয়ে দিয়ে আসুন এক নতুন 'কবিবাদ' প্রচার করি ৷ জানি এরজন্য অনেক অপমান আসবে --(অপবাদ) ৷ অনেক মতামত আসবে -- (মতবাদ) ৷ অনেক সমর্থন আসবে -- (জিন্দাবাদ) ৷ অনেক বিরোধিতা আসবে -- (মূর্দাবাদ) ৷ তবুও আসুন না একে অপরের হাত ধরাধরি করে নবীন-প্রবীন, প্রবীন-নবীন একাকার, এককাট্টা হয়ে যাই ৷ অন্য কোনো বাদকে ঘাড়ে না চাপিয়ে আসুন সবাই নতুন ভাবধারার কবিবাদের প্রচার করি ৷
                                          সঞ্জয় দাস
                                    সম্পাদক, 'বিবেক'
প্রচ্ছদ :- শিহরেন্দু ভূঞা

Saturday 17 February 2018

মূলধন

সঞ্জয় দাস

সেদিন বাস থেকে স্ট্যাণ্ডে নেমে দেখি লোডশেডিং ৷ কিছু কিছু দোকানে অল্প আলো জ্বলছে ৷ বাড়ি আসার ব্যস্ততায় পথে পা বাড়ালাম ৷ কমলিকা আমার স্ত্রী, ডান হাতটা চেপে ধরল ৷
বাসস্ট্যান্ড পেরোনোর আগেই 'বিদ্যুত্' স্বমহিমায় ফিরে এল ৷ স্ট্যান্ডের একটা দোকানের হোর্ডিংয়ে চোখ পড়ল৷ দেখলাম তাতে বিজ্ঞাপনের নিচের দিকে লেখা আছে,  "সততাই আমাদের একমাত্র মূলধন" ৷


Tuesday 13 February 2018

স্বাদ

সঞ্জয় দাস


বিখ্যাত হওয়ার সুযোগ পাইনি
চলে গেছি বিদ্রোহের পাহাড়ে
আত্মহত্যার নেশায় ৷
যদি পাই ওই গভীর খাদে
স্বাধীনতার স্বাদ ৷

Saturday 10 February 2018

দাবি নিয়ে
সঞ্জয় দাস

জানি ওখানে দূর্গন্ধ ছড়ায়
আবর্জনার স্তুপ ৷
তবুও আবেগঘন চোখ দেখে
সারি সারি ঝুপড়ি
অনেক কিছুর
দাবি নিয়ে ৷

Thursday 8 February 2018

চেনা পথে চলতে গিয়ে বারবার হোঁচট খেতে হচ্ছে ৷ জীবন চলছেনা আর চেনাপথে ৷ আর নয় এবার অন্য কিছু, অন্যরকমভাবে পথচলা শুরু ৷