Saturday 17 March 2018

বিবর্তন

     ক্লান্ত পথিক


সৃষ্টিছাড়ার সৃষ্টি
ছন্নছাড়া জীবনে ছন্দ আনে
ঠায় থেকে দ্রুতলয়ে
                    ধাপে ধাপে ৷
যুক্তির বৃত্তে সবাই থাকলেও
বৃত্তের বাইরে বিতর্ক,
সংঘর্ষের সমাধানে
                    কেবলই লয় ৷
পুনরাবৃত্তির ঐতিহ্যে
ফিরে দেখা পুরাতনকে,
কূলহীন নোনাজলে
ডুব দেবার মিথ্যা চেষ্টা ৷

দুঃসময়

     বিষ্ণুপদ ভূঞাঁ


মানবিকতার কাচ রক্তে রাঙা
বর্বরতা শান দেয় ছুরিতে
মনুষ্যত্ব রুদ্ধশ্বাসে ধাবিত
মিথ্যার বেড়াজালে সত্যের ছটপটানি
'সততাই একমাত্র মূলধন'
নিছক সাইনবোর্ডটি তিরস্কৃত
তবু আঁকড়ে ধরে
হাড় জির্‌জিরে দেওয়ালটিকে
চটকদারির রং ফিকে
মুখের দৌড়ে চটে না
'চকচক করলেই সোনা নয়'
হাত ধরে চলে শঠতা, ভণ্ডামি
তাই ভালোবাসা আশাহত
অপেক্ষায় সময় ভারাক্রান্ত
দিনের পরে রাত
রাতের পরে দিন
আহত, ক্ষতবিক্ষত
এগিয়ে চলে সময় সারণী
আষ্টেপৃষ্টে বাঁধা ধোঁয়ার কুণ্ডলী
পৃথিবীর রক্ত হয় নীল ৷ 

Thursday 8 March 2018

ঠিকানা

  বুদ্ধদেব দাস


মুশকিল কি, তোমার ঠিকানা খুঁজে পাওয়া
নীল আকাশের তলে---
ধুলো মাখা পৃথিবীর বুকে ৷
হেঁটে চলেছি আমি
চলেছি হেঁটে তোমার খোঁজে ৷
কোথা আছো,
আছো কোথা ?
গন্ধ ভরা ফুলের বুকে, নাকি
সবুজ গাছে পাখির নীড়ে ?
হারিয়ে গেছি আমি
মৌ-ফুলেদের ভীড়ে ৷
  

ভাবনা

 ক্লান্ত পথিক


ফেলে আসা যুদ্ধের বিচার বিশ্লেষণ করতে করতে ভাবনা আজ ক্লান্ত ৷ তাই আগামীর রূপ কল্পনায় নিজেকে ডুবিয়েছে নিজের মধ্যে ৷ গড়া আর ভাঙ্গার রূপ ভাবনা আজ অধরা থেকে যায় ৷ যখন সে দেখে ছড়িয়ে রাখা অজস্র রূপের মধ্যে সে একজন ৷
       অনাবিল আনন্দে সে ঘুরে দেখে আর ভাবনা থেকে ভাবনা বেরিয়ে এসে বলে আমি নব যৌবনের দূত ৷

Wednesday 7 March 2018

অসহায় বাস্তব

ক্লান্ত পথিক


প্রায় একযুগ পর ফিরে এলো হারিয়ে যাওয়া মুখগুলো ৷
ঘিরে ঘিরে বলে আবার দেখা হবে ৷চেনা পথে চলতে অভ্যস্ত হবার পর কবে আবার পথ ভুলে পৌঁছে যাব হারিয়ে যাওয়া ফেলে আসা অতীতে ৷
নতুন ভাবনার উদ্দীপনাগুলো যেখানে আজও বাসা বেঁধে আছে নতুনদের জন্য ৷ পরিবর্তনের ডামাডোলে আজও তেমনিভাবে আছে সৃষ্টির ভাবনাগুলো ৷ তবু কেন বারে বারে মনে হয় হারিয়ে গেলাম, হারিয়ে যাব.....
সান্ত্বনার প্রতিশব্দ শুধুই --- ভবিষ্যত্‌ ৷

শুরু

ক্লান্ত পথিক


এসো আমরা নতুন করে শুরু করি
সোজা ভাবে দাঁড়িয়ে নয়,---
বরং পৃথিবীটাকে উল্টে নিয়ে ৷
নিউটনের গতিসূত্রে
বিপরীত প্রতিক্রিয়া যদি
সত্যি হয়, তবে---
'যাহা বলিব তাহা মিথ্যা'
কষ্টি  পাথরে এমনটাই প্রতিধ্বনি হোক ৷