Saturday 17 March 2018

দুঃসময়

     বিষ্ণুপদ ভূঞাঁ


মানবিকতার কাচ রক্তে রাঙা
বর্বরতা শান দেয় ছুরিতে
মনুষ্যত্ব রুদ্ধশ্বাসে ধাবিত
মিথ্যার বেড়াজালে সত্যের ছটপটানি
'সততাই একমাত্র মূলধন'
নিছক সাইনবোর্ডটি তিরস্কৃত
তবু আঁকড়ে ধরে
হাড় জির্‌জিরে দেওয়ালটিকে
চটকদারির রং ফিকে
মুখের দৌড়ে চটে না
'চকচক করলেই সোনা নয়'
হাত ধরে চলে শঠতা, ভণ্ডামি
তাই ভালোবাসা আশাহত
অপেক্ষায় সময় ভারাক্রান্ত
দিনের পরে রাত
রাতের পরে দিন
আহত, ক্ষতবিক্ষত
এগিয়ে চলে সময় সারণী
আষ্টেপৃষ্টে বাঁধা ধোঁয়ার কুণ্ডলী
পৃথিবীর রক্ত হয় নীল ৷ 

No comments:

Post a Comment